তেহরান (ইকনা): ভারতের বিহারে দীর্ঘ ৩০ বছর পানির নিচে থাকার পর ভেসে উঠেছে একটি শতবর্ষী মসজিদ । স্থানীয়দের ভাষ্য মতে, গত শতাব্দীর আশির দশকে রাজ্যের নওয়াদা জেলার ফুলওয়ারিয়া ড্যাম নির্মাণ করা হলে মসজিদটি তলিয়ে যায়। মসজিদের স্থাপত্যরীতি ও নির্মাণসামগ্রী দেখে ধারণা করা হচ্ছে এটি গত উনিশ শতকের শেষভাগে নির্মিত। এই হিসাবে মসজিদের বয়স ১২০-১৪০ বছর।
সংবাদ: 3472442 প্রকাশের তারিখ : 2022/09/11